ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি

ফের ব্যস্ত সরব হয়ে উঠেছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। যদিও এই করোনা কালে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই দর্শকদের। অস্ট্রেলিয়ার কঠিন শর্ত মেনে প্রস্তুতি প্রায় শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। শহরে দুই দিন আগেই চলে এসেছে অজি ক্রিকেট দল। ৩ আগষ্ট শুরু মাঠের লড়াই।


তিনদিনের কোয়ারেন্টাইনের পর শুরু হবে ব্যাট-বলের লড়াই। এ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বিসিবি। সিরিজের প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়। সূচি অনুযায়ী দুই দলের মাঠের লড়াই শুরু ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ৭ দিনে ৫ ম্যাচ।


দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


এক নজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি


১. প্রথম টি-টুয়েন্টি-৩ আগস্ট-শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম


২.দ্বিতীয় টি-টুয়েন্টি-৪ আগস্ট-শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম


৩.তৃতীয় টি-টুয়েন্টি-৬ আগস্ট-শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম


৪.চতুর্থ টি-টুয়েন্টি- ৭ আগস্ট-শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম


৫. পঞ্চম টি-টুয়েন্টি-৯ আগস্ট-শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম

ads

Our Facebook Page